মহসিন মেহেদীর সন্তানের মা হচ্ছেন ন্যান্সি

১৫ জানুয়ারী ২০২২

সংগীত প্রেমীদের কাছে বেশ জনপ্রিয় নাজমুন মুনিরা ন্যান্সি। গত বছরের আগস্টে গীতিকার মহসীন মেহেদীকে বিয়ে করেন। এর ছয় মাসরে মাথায় ফের মা হচ্ছেন তিনি। এ নিয়ে ৩য় বারের মতো মা হচ্ছেন তিনি। এক ভিডিও বার্তার মাধ্যমে খবরটি প্রকাশ্যে আনেন তিনি।

 

এর আগের দুই সন্তানের নাম রোদেলা ও নায়লা। মহসীন মেহেদীর সঙ্গে আংটি বদল থেকে শুরু করে অন্তঃসত্ত্বা হওয়ার জার্নির কিছু স্থিরচিত্র দিয়ে ভিডিও বানিয়ে নিজের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করেছেন গায়িকা।

 

গানের সুবাদেই মহসীন মেহেদীর সঙ্গে সম্পর্ক ন্যান্সির। মেহেদী একজন গীতিকার, পাশাপাশি অনুপম মিউজিকের চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে কর্মরত আছেন। ভালোবাসাকে পরিণতি দিয়ে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

 

নিজের স্বপ্নের মতো করে এই বিয়ের আয়োজন সেরেছিলেন ন্যান্সি। জমকালো রূপে নিজেকে সাজিয়েছিলেন। এরপর কাছের মানুষদের নিয়ে করেছিলেন সংবর্ধনার আয়োজন। সেখানে বহু তারকা হাজির হয়ে ন্যান্সি-মেহেদী দম্পতিকে শুভেচ্ছা জানান।

 

আরআই


মন্তব্য
জেলার খবর