ইউক্রেনকে আরো ৭৭৫ মিলিয়ন ডলারের সহায়তা আমেরিকার

২১ অগাস্ট ২০২২

এ বছরের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া। ইউক্রেনের ইউরোপীয় ইউনিয়নের ও ন্যাটোর সদস্যপদ চাওয়ায় এ অভিযান শুরু করে মস্কো। শুরু থেকেই এ অভিযানের বিরোধিতা করে আসছে ইউরোপীয় দেশগুলো। আমেরিকা সরাসরি ইউক্রেনকে সাহাজ্য করে আসছে। এবার রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে টিকে থাকতে ইউক্রেনকে আরও ৭৭৫ মিলিয়ন ডলারের অস্ত্র সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে।

 

কিয়েভকে ওয়াশিংটন এবার যেসব অস্ত্র দিতে যাচ্ছে সেগুলোর মধ্যে রয়েছে- হিমার্স রকেট লঞ্চার, মিসাইল, কামান ও মাইন পরিস্কার করার যন্ত্র। শুক্রবার এ ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। একজন মার্কিন সামরিক কর্মকর্তার বরাত দিয়ে পশ্চিমা গণমাধ্যমগুলো এ খবর জানিয়েছে।

 

এবারের সহায়তায় থাকবে কয়েক ডজন গোয়েন্দা ড্রোন। নাম প্রকাশ না করার শর্তে সংবাদ সংস্থা এপিকে ওই কর্মকর্তা বিষয়টি প্রকাশ করে দেন।

 

ওই মার্কিন কর্মকর্তা আরো জানান, গোয়েন্দা ড্রোন ছাড়াও দূরপাল্লার অত্যাধুনিক হাউইটজার কামান ও গোলাবারুদ থাকবে এবারের সহায়তায়। তিনি একথার সত্যতা নিশ্চিত করেছেন যে, যেসব ড্রোন দেয়া হবে সেগুলো অত্যাধুনিক ও অত্যাধিক চাপ বহনে সক্ষম। খবর পার্সটুডে।

 


মন্তব্য
জেলার খবর