পশ্চিমাদের সাথে সংঘাত বেড়েছে : রাশিয়া

২১ অগাস্ট ২০২২

যেভাবে পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে সহযোগিতা করছে তাতে কার্যত রাশিয়া বিপক্ষে সরাসরি যুদ্ধে নেমেছে। এমনটাই মন্তব্য করেছেন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেঙ্কভ। তিনি পোল্যান্ডের সীমান্তবর্তী রুশ শহর কালিনিনগ্রাদে শব্দের চেয়ে ১০ গুণ বেশি গতি সম্পন্ন যুদ্ধবিমান ও হেলিকপ্টার মোতায়েন করার পর এ মন্তব্য করলেন।

 

তিনি বলেন, পশ্চিমা দেশগুলোর সঙ্গে সংঘাত একটি বাস্তব সম্ভাবনায় পরিণত হওয়ার পর কালিনিনগ্রাদে মিগ-৩০ যুদ্ধবিমান ও শব্দের চেয়ে দ্রুতগতির ক্ষেপণাস্ত্র কিনজা মোতায়েন করা হয়েছে। রাশিয়ার এই মুখপাত্র বলেন, ইউক্রেন যুদ্ধ পাশ্চাত্যের সঙ্গে রাশিয়ার সংঘাতকে অনিবার্য করে তুলেছে।

 

তবে আমেরিকা ও ন্যাটোর সঙ্গে সরাসরি যুদ্ধ রাশিয়ার স্বার্থ রক্ষা করবে না বলেও সতর্ক করে দেন নাচায়েভ। লিথুনিয়া ও পোল্যান্ড সীমান্তের নিকটবর্তী বাল্টিক সাগরের তীরে কালিনিনগ্রাদ অবস্থিত। মস্কো এ পর্যন্ত বহুবার হুঁশিয়ারি দিয়ে বলেছে, পূর্ব ইউরোপে মোতায়েন ন্যাটো জোটের ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করতে ওই শহরে ইস্কান্দার ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হবে।

 

সূত্র : পার্সটুডে


মন্তব্য
জেলার খবর