১৭৩ করোনা রোগী শনাক্ত

২১ অগাস্ট ২০২২

আগের দিনের মতোই গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত কেউ মারা যায়নি,  শনাক্ত হয়েছে ১৭৩ জন। আর মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ৩৭২ জন। রোববার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শনিবার শনাক্ত হয়েছিল ১০০ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ৩ দশমিক ৭৬। ৪ হাজার ৬১৩টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে নমুনা পরীক্ষা করা হয় ৪ হাজার ৬০৩টি। নমুনা পরীক্ষার মাধ্যমে করোনা রোগী শনাক্ত করে স্বাস্থ্য অধিদফতর।

বিজ্ঞপ্তির হিসাবে, এখন পর্যন্ত ২০ লাখ ৯ হাজার ৯৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে করোনামুক্ত হয়েছেন ১৯ লাখ ৫৩ হাজার ৭৪০ জন। মৃত্যু হয়েছে  ২৯ হাজার ৩১৫ জনের। গড় শনাক্তের হার ১৩ দশমিক ৬৭।

এমকে

 


মন্তব্য
জেলার খবর