অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে সরকার দেশের ৩৫ লাখ মানুষকে মাত্র ১৫ টাকা কেজি দরে চাল দেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানিয়েছেন, আর ১ কোটি পরিবারকে একটা রেশন কার্ড দেওয়া হবে। এর মাধ্যমে চাল, ডাল, তেল ও চিনি দেওয়া হবে... ৩০ টাকা কেজিতে। যার মাধ্যমে নায্যমূল্যে তারা পণ্য কিনতে পারবে। অচিরেই এ সুবিধা পাওয়া যাবে। একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভায় এ সব কথা বলেন। রোববার (২১ আগস্ট) রাজধানী ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সভা হয়। প্রধানমন্ত্রী বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার ধাক্কা সামলাতে সরকার উদ্যোগ নিচ্ছে বলেও উল্লেখ করেন এ সময়।
সরকার প্রধান বলেন, তার সরকার চায় না দেশের মানুষ কোনো রকম কষ্টে পাক। তিনি বলেন, সারা বিশ্বের অর্থনীতি আজকে সমস্যায় জর্জরিত। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ, স্যাংশন পাল্টা স্যাংশনের প্রভাবে বিশ্বের প্রত্যেকটা দেশ- সব জায়গায় জ্বালানি তেলের অভাব, খাদ্যের অভাব, খাদ্যের উচ্চমূল্য বিরাজ করছে। ইনফ্লুয়েশন এক একটা দেশে দশ থেকে ৬০/৭০ ভাগ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
পৃথিবীকে গ্লোবাল ভিলেজ ও প্রত্যেক দেশ পরস্পরের উপর নির্ভরশীল উল্লেখ করেন শেখ হাসিনা বলেন, সেখানে বিশ্বব্যাপী মন্দা; পণ্যের দাম বেড়ে গেছে; সেখানে বাংলাদেশ এর থেকে বাইরে যেতে পারে না। সেই ধাক্কা দেশেও এসে লাগছে। প্রধানমন্ত্রী দেশের জনগণকে বিশ্ব পরিস্থিতি বিবেচনা করার আহ্বান জানান এ সময়। সেই সঙ্গ সবাইকে বিদ্যুৎ গ্যাস পানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান।
এমকে