দাম বাড়লো সোনার

২১ অগাস্ট ২০২২

দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।সোমবার (২২ আগস্ট) থেকে নতুন দরে কেনাবেচা হবে সোনা। রোববার (২১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস।

ঘোষণা অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট ৮৩ হাজার ২৮০ টাকা, ২১ ক্যারেট ৭৯ হাজার ৪৯০ টাকা, ১৮ ক্যারেট  ৬৮ হাজার ১১৭ টাকা এবং সনাতন পদ্ধতি ক্ষেত্রে ৫৬ হাজার ২২০ টাকায় কেনাবেচা হবে সোনা। তবে রুপার দাম আগের মতো অপরিবর্তিত রাখা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সোনার দাম বাড়ানোর কারণ হিসেবে বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দর নির্ধারণ করা হয়েছে।

এমকে

 


মন্তব্য
জেলার খবর