নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তর্জাতিক সাহায্য সংস্থা একশনএইড বাংলাদেশ। প্রতিষ্ঠানটি তাদের উইমেন রাইটস অ্যান্ড জেন্ডার ইক্যুইটি ইউনিটে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ২৬ আগস্ট ২০২২ তারিখ পর্যন্ত।
পদের নাম: ডেপুটি ম্যানেজার
ইউনিট: উইমেন রাইটস অ্যান্ড জেন্ডার ইক্যুইটি
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান, নৃবিজ্ঞান বা ডেভেলপমেন্ট স্টাডিজ বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা থাকলে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিও বিবেচনা করা যেতে পারে। পার্টনারশিপ ম্যানেজমেন্ট, উইমেন ও অ্যাডোলেসেন্ট ইস্যুতে অন্তত চার বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ডকুমেন্টেশন ও রিপোর্টিংয়ে দক্ষ হতে হবে। রিসার্চ, অ্যাডভোকেসি ও ক্যাম্পেইনের ব্যাপারে জানাশোনা থাকতে হবে। ফ্যাসিলিটেশন ও অ্যাডভাইজরি দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: ঢাকা
বেতন ও সুযোগ–সুবিধা: মাসিক মোট বেতন ৯২,৬৪২ টাকা। এর সাথে উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মেডিকেল সুবিধা ও গ্রুপ লাইফ ইনস্যুরেন্সের সুবিধা আছে।