বাংলাদেশের সামনে দক্ষিণ আফ্রিকার মতো কঠিন প্রতিপক্ষ। এর ওপর তাদের নিজেদের মাঠে খেলতে গেছে তামিম বাহিনী। তবুও জয়ের প্রত্যাশী টাইগাররা। কারণ প্রথম ম্যাচে স্বাগতিকদের পাত্তাই দেয়নি। ৩৮ রানের দাপুটে জয় তুলে নেয় টাইগাররা। পরের ম্যাচে অবশ্য ঘুরে দাঁড়ায় প্রোটিয়ারা।
আজ সিরিজের শেষ ম্যাচ। দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়ানের অনুষ্ঠিত হবে ম্যাচটি। বাংলাদেশ সময় বিকাল ৫টায়। আজকের ম্যাচ জিততে পারলে সিরিজ জয় হবে বাংলাদেশের। ম্যাচটি জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। তবে ম্যাচটি জিততে হলে টপ অর্ডারের পারফর্মেন্সে গুরুত্ব দিয়েছেন তিনি।
পাপন বলেন, 'আমাদের যে ওয়ানডে টিমটা, আগে যে সমস্যা ছিল প্রথম তিন-চারজন চলে গেলে পরে আর রান হতো না। কিন্তু এখন লোয়ার অর্ডারেও আমরা কিছু রান করতে পারছি এবং কয়েকজন ভালো খেলছে। তারা কিন্তু এখনও অত বড় প্লেয়ার হয়নি, কিন্তু ভালো করছে। উপরের দিকের ব্যাটাররা কিন্তু মোটামুটি যেমন- লিটন বলেন, তামিম, সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ- এরা কিন্তু সবাই পরীক্ষিত।'
পাপন আরও বলেন, 'তারা সবাই কিন্তু নিজেদের প্রমাণ করে যাচ্ছে। ওরা তো রান করতেই পারে। তো এরা যদি রান করতে পারে, তাহলে একটার বেশি জয় আশা করতেই পারি। ক্রিকেটে যেটা হয়, প্রথম পাঁচজন যদি ব্যর্থ হয়, তাহলে আর জেতার আশা থাকে না। আমরা জানি ওরা পারে। ওরা পরীক্ষিত ব্যাটসম্যান, স্বনামধন্য ব্যাটসম্যান, আমাদের দেশের সেরা ব্যাটসম্যান। ওদের থেকে কিছু রেজাল্ট পেলে অবশ্যই জেতার (সিরিজ) সম্ভাবনা আছে।'