ইমরান খানের বিরুদ্ধে মামলা

২২ অগাস্ট ২০২২

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।  বিচারপতি ও দুই পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে ইমরানের বিরুদ্ধে ইসলামাবাদের মারগাল্লা থানায় সন্ত্রাসবিরোধী আইনের ৭ নম্বর ধারায় এ মামলা দায়ের করা হয়। খবর ডনের।

 

 

মামলায় বলা হয়েছে, সম্প্রতি এফ-৯ পার্কে পিটিআই (পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ)-এর সভায় ইমরান পুলিশ কর্মকর্তাদের হুমকি দিয়েছেন। এসময় তিনি এক মহিলা দায়রা বিচারককেও হুমকি দেন বলে অভিযোগে ব লা হয়েছে। ইমরান খানের বিরুদ্ধে উস্কানিমূলক ভাষণ দেওয়ারও অভিযোগ আনা হয়েছে।

 

শনিবারের ভাষণে ইসলামাবাদের ইন্সপেক্টর জেনারেল, ডেপুটি ইন্সপেক্টর জেনারেলের উদ্দেশে ইমরান খান বলেন, ‘‘তোমাদের ছেড়ে দেব না!’’ এর পরেই রবিবার পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী রানা সানাউল্লাহ জানান, পুলিশ ও বিচারককে হুমকি দেওয়ার অভিযোগে প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করার কথা ভাবছে পাক সরকার। তারপরই ইমরানের বিরুদ্ধে মামলা দায়ের করা হলো।


মন্তব্য
জেলার খবর