তাকে সত্যিই শ্রদ্ধা করতাম, কঙ্গনা প্রসঙ্গে তাপসী

২২ অগাস্ট ২০২২

কঙ্গনা রানাউত ও তাপসী পান্নুর মধ্যে বর্তমানে দা-কুমড়োর সম্পর্ক। তবে তাদের মধ্যে আগে বশে ভালো সম্পর্ক ছিল। ২০২১ সালের কথা। তখনও টুইটার ব্যান করেনি কঙ্গনাকে। তাপসী ও কঙ্গনা বাকযুদ্ধে জড়িয়ে পড়েছিলেন হঠাৎ। তাপসীকে ‘বি-গ্রেড’ অভিনেত্রী বলে তাচ্ছিল্য করেছিলেন কঙ্গনা। শুধু তা-ই নয়, তাপসীকে নিজের ‘সস্তা সংস্করণ’-ও বলেছিলেন তিনি। কর্ণ জোহরের সঙ্গে কফির আড্ডায় সেই অতীত উগরে দিয়েছিলেন তাপসী। যদিও বলেন, কঙ্গনাকে নিয়ে আর কোনো অনুভূতিই নেই তাঁর মনে।

 

তবে ঘুরে ফিরে কঙ্গনার প্রসঙ্গ এল। ইনস্টাগ্রামে এক সাম্প্রতিক লাইভ অনুষ্ঠানে তাপসী তার কাজ ও ব্যক্তিগত জীবন সম্পর্কে বেশ কয়েকটি প্রশ্নের উত্তর দিয়েছেন। এক এফএম চ্যানেলের সঞ্চালিকা র‍্যাপিড-ফায়ার রাউন্ডের সময় তাপসীকে জিজ্ঞেস করেন, মনে প্রথমে কী আসে? কঙ্গনা রানাউত? এর উত্তরে, তাপসী বলেছিলেন, ‘‘একজন সমসাময়িক সতীর্থ, যাকে আমি সত্যিই শ্রদ্ধা করতাম।’’


মন্তব্য
জেলার খবর