সন্ত্রাসবিরোধী আইনে করা পুলিশের মামলায় আগাম জামিন পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। আগামী বৃহস্পতিবার পর্যন্ত জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। পিটিআই লিগ্যাল টিমের করা আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার আদালত এ জামিন মঞ্জুর করে। এর আগে করা জামিন আবেদনে বলা হয়, আদালত যখনই ডাকবে ইমরান খান তখন হাজির হতে প্রস্তুত।
তার বিরুদ্ধে অভিযোগ, শনিবার এক সমাবেশে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পুলিশ প্রধান ও উপপ্রধানকে হুমকি দেন। শুধু তাই নয় একজন নারী বিচারককে হুঁশিয়ারি করে বক্তব্য দেন পিটিআই প্রধান। ইমরান খানের বিরুদ্ধে উস্কানিমূলক ভাষণ দেওয়ারও অভিযোগ আনা হয়েছে।
শনিবারের ভাষণে ইসলামাবাদের ইন্সপেক্টর জেনারেল, ডেপুটি ইন্সপেক্টর জেনারেলের উদ্দেশে ইমরান খান বলেন, ‘‘তোমাদের ছেড়ে দেব না!’’ এরপরই রবিবার পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী রানা সানাউল্লাহ জানান, পুলিশ ও বিচারককে হুমকি দেওয়ার অভিযোগে প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করার কথা ভাবছে পাক সরকার। তারপরই ইমরানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।