সতীর্থদের চক্ষু-ওজন দেখছেন ‘ক্ষুদে চিকিৎসকরা’

২২ অগাস্ট ২০২২

চাটমোহর (পাবনা) প্রতিনিধি:

সতীর্থ শত শত শিক্ষার্থীর মধ্যে কেবল আগ্রহীদেরকেই বেছে নেওয়া হচ্ছে ‘ক্ষুদে চিকিৎসক’ হিসেবে। তারাই তাদের সহপাঠী আর সতীর্থদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ওজন আর উচ্চতা পরিমাপ করছেন। স্বাস্থ্য বিভাগের ‘ক্ষুদে ডাক্তার সপ্তাহ’ উদযাপন উপলক্ষে এ চিত্র দেখা যাচ্ছে পাবনার চাটমোহর উপজেলার প্রতিটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে। ২২ আগস্ট থেকে এ সপ্তাহ শুরু হয়েছে, চলবে ২৬ আগস্ট পর্যন্ত।

বিলচলন ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এম এ জিন্নাহ এ সপ্তাহ উপলক্ষ্যে আলাপচারিতায় বলছিলেন, প্রাথমিক পর্যায়ে ৩য়-৫ম আর মাধ্যমিক পর্যায়ে ৭ম-৯ম শ্রেণীর মধ্য থেকে ‘ক্ষুদে চিকিৎসক’ বাছাই করা হচ্ছে। এর সুবিধা তো আছেই। যেমন- কোনো শিক্ষার্থীর বয়স অনুযায়ী উচ্চতা ঠিক আছে, কিন্তু ওজন ঠিক নেই- এটা একটা শারীরিক সমস্যা। আবার বয়স অনুযায়ী উচ্চতা ঠিক নেই- এটাও একটা সমস্যা। অনেক শিক্ষার্থী ব্লাকবোর্ড ভালোভাবে দেখতে পায় না, এটাও একটা সমস্যা। এগুলো খুব সহজেই শনাক্ত হচ্ছে। শিক্ষার্থীরা জানতে পাড়ছে শারীরিক সমস্যায় ভুগছে তারা। এতে তাদের চিকিৎসা নেওয়াটা সুবিধা হবে।

এমকে

 

 


মন্তব্য
জেলার খবর