পঞ্চগড় প্রতিনিধি:
রেজিনার স্বামী মারা গেছেন ৩ বছর আগে। অথচ এখন তিনি ৫ মাসের অন্তঃসত্ত্বা। খবরে এলাকায় তোলপাড় শুরু হয়েছে। পঞ্চগড়ের বোদা উপজেলার বেতবাড়ী সর্দারপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। রোজিনা জানান, স্থানীয় হাসিবুল ইসলাম নামের এক ব্যক্তির সঙ্গে বিবাহ বহিঃভূত মেলামেশার ফলে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন। তবে অভিযুক্ত হাসিবুল ইসলাম রোজিনার কথা অস্বীকার করেছেন।
রেজিনা জানান, স্বামীর রেখে যাওয়া চার সন্তান নিয়ে বসবাস করছেন তিনি। কাজ করেন দিনমজুরের। এক বছর ধরে হাসিবুল ইসলাম তাকে বিয়ে করার প্রলোভন দেন। এমনকি সংসার খরচও দিতেন। এরই মাঝে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েন।
সংশ্লিষ্ট ইউপি সদস্য মশিয়ার রহমান জানান,স্থানীয়ভাবে বসা হয়েছে। ওই ব্যক্তি বিয়ের জন্য মত পোষন করেছেন। মারেয়া বামনহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু আনছার মো:রেজাউল করিম শামীম জানান, বিষয়টি শুনেছি। এলাকার বাইরে অবস্থান করায় ইউপি সদস্যকে বসতে বলেছি।
মো.সম্রাট হোসাইন/এমকে