রাজনীতিতে ষড়যন্ত্র শুরু হয়েছে: ওবায়দুল কাদের

২২ অগাস্ট ২০২২

বৈশ্বিক অর্থনৈতিক সংকটকে পুঁজি করে জাতীয় রাজনীতিতে সংকট সৃষ্টির গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। আর এ ষড়যন্ত্রের মূলে রয়েছে একুশে আগস্টের মাস্টারমাইন্ড খুনি তারেক রহমান ও তার দল বিএনপি। সোমবার (২২ আগস্ট) দেওয়া এক বিবৃতিতে এমনটাই জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

যড়যন্ত্রকারীদের হুশিয়ারি দিয়ে ওবায়দুল কাদের বলেন, অভ্যন্তরীণ বিষয়ে অন্য কোনও রাষ্ট্রের প্রভাব বিস্তার এবং রাজনৈতিক নিয়ন্ত্রণ আওয়ামী লীগ কখনও সহ্য করেনি, করবেও না। তিনি জানান, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর থেকে দেশের মানুষ গণতন্ত্র, মানবিক মুক্তি ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের পথে যে সব সংকটের সম্মুখীন হয়েছে, তার প্রেক্ষাপট সৃষ্টি করেছে বিএনপি। এই অপরাজনীতির কারণে তারা যখন জনরোষের মুখে নিজেদের অস্তিত্ব বিপন্ন মনে করেছে, তখনই তারা জনবিচ্ছিন্ন হয়ে দেশবিরোধী ষড়ন্ত্রে লিপ্ত হয়েছে। এমনকি ক্ষমতায় থাকাকালীন জনরোষের মুখে পদত্যাগ করতে হয়েছে তাদেরকে।

এমকে

 


মন্তব্য
জেলার খবর