একজনের মৃত্যু, শনাক্ত ১৩৪

২৩ মার্চ ২০২২

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। আর নমুনা পরীক্ষায় রোগটি শনাক্ত হয়েছেন ১৩৪ জনের। মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ৯২১ জন । বুধবার ( ২৩ মার্চ) স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট ১৯ লাখ ৫০ হাজার ৯৮০ জনের। মারা গেছেন ২৯ হাজার ১১৮ জন করোনা রোগী, ১৮ লাখ ৭৩ হাজার ৭৬৬ জন সুস্থ হয়েছেন। এক কোটি ৩৭ লাখ ৫০ হাজার ৬০৪টি নমুনা পরীক্ষা হয়েছে। ১৪ দশমিক ১৯ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ১ দশমিক ২৭ শতাংশ নমুনায় করোনাভাইরাস পাওয়া গেছে। নমুনা সংগৃহিত হয়েছে ১০ হাজার ৫৭১টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা হয়েছে ১০ হাজার ৫২১টি। মারা যাওয়া একজন নারী, ঢাকা বিভাগের বাসিন্দা। চিকিৎসাধীন তার মৃত্যু হয়েছে একটি সরকারি হাসপাতালে।

এমকে


মন্তব্য
জেলার খবর