মৃত্যু নেই, শনাক্ত ১৭৫

২৩ অগাস্ট ২০২২

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত কেউ মারা না গেলেও শনাক্ত হয়েছে ১৭৫ জন। আর মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ৩২৯ জন। মঙ্গলবার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সোমবার শনাক্ত হয়েছিল ১৭৮ জন,  মারা যায় ১ জন করোনা রোগী।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ৩ দশমিক ৮৫। ৪ হাজার ৫১৩টি নমুনা সংগ্রহ করা হয়। নতুন ও পুরনো মিলে নমুনা পরীক্ষা করা হয় ৪ হাজার ৫৪০টি। নমুনা পরীক্ষার মাধ্যমে করোনা রোগী শনাক্ত করে স্বাস্থ্য অধিদফতর।

বিজ্ঞপ্তির হিসাবে, এখন পর্যন্ত ২০ লাখ ১০ হাজার ৩২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে করোনামুক্ত হয়েছেন ১৯ লাখ ৫৪ হাজার ৩৫০ জন। মৃত্যু হয়েছে  ২৯ হাজার ৩১৬ জনের। মোট নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ৪৭ লাখ ১৫ হাজার ৩টি। গড় শনাক্তের হার ১৩ দশমিক ৬৬।

এমকে

 


মন্তব্য
জেলার খবর