আগামী ২৪ ঘণ্টায় দেশের বেশ কয়েকটি বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি আর কোথাও কোথাও মাঝারি ধরণের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। বৃষ্টির সময় দমকা হাওয়াসহ বজ্রপাত হতে পারে। এদিকে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রপাত হওয়ার আশঙ্কা থাকায় আজ রাত ১টা পর্যন্ত নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পূর্বাভাসে এমনটাই জানিয়েছে আবহাওয়া অফিস।
বিভাগ হিসেবে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, সিলেট এবং চট্টগ্রামের কথা বলা হয়েছে। ১ নম্বর নৌ সতর্ক সংকেত দেখাতে বলা এলাকা হচ্ছে- রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, ঢাকা, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট। তাছাড়া বলা হয়েছে, আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে যেমন বৃষ্টি হতে পারে, তেমনি ভ্যাপসা গরম এবং তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
এমকে