জাল সনদে জমা খারিজের চেষ্টা, দলিল লেখক শ্রীঘরে

২৩ অগাস্ট ২০২২

সাদ্দাম হোসেন, ধর্মপাশা: সুনামগঞ্জের ধর্মপাশায় জাল উত্তরাধিকার সনদ দিয়ে নামজারি ও জমা খারিজের চেষ্টা করার সংক্রান্ত মামলায় স্থানীয় দলিল লেখক দেলোয়ার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে সোমবার রাতে তার বিরুদ্ধে উপজেলা ভূমি কার্যালয়ের সার্ভেয়ার আব্দুল মোনায়েম খান ধর্মপাশা থানায় মামলা করেন। মঙ্গলবার দুপুরে তাকে জেলহাজতে পাঠানো হয়।

জানা যায়, দেলোয়ার হোসেন জাল উত্তরাধিকার সনদপত্র দিয়ে সেলবরষ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সৈয়দপুর গ্রামের মৃত কুদরত আলীর ছেলেদের পক্ষে পৈত্রিক সম্পত্তির নামজারি ও জমা খারিজের আবেদন জমা দেন। গত সোমবার ইউএনও কার্যালয়ে এ নাম খারিজের শুনানি হয়। এ সময় সেলবরষ ইউপি চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা ও সংশ্লিষ্ট ইউপি সদস্য শাহীনূর সেখানে উপস্থিত ছিলেন। এ সময় উত্তরাধিকার সনদের বিষয়টি সামনে আসে। সনদে দেখা যায় ইউপি চেয়ারম্যান ও সদস্যের স্বাক্ষর স্ক্যান করে বসানো হয়েছে। আর কুদরত আলীর তিন ছেলে ও তিন মেয়ের মধ্যে শুধুমাত্র তিন ছেলেকে উত্তরাধিকার করা হয়েছে। দেলোয়ার হোসেনকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জাল সনদ তৈরির বিষয়টি স্বীকার করেন।

সেলবরষ ইউপি চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা বলেন, ‘আমার কাছ থেকে তিন ছেলে ও তিন মেয়ের নামে উত্তরাধিকার সনদ নেওয়া হয়। কিন্তু পরে শুধুমাত্র ছেলেদের উত্তরাধিকার করে আমার ও ইউপি সদস্য শাহীনুর মিয়ার স্বাক্ষর স্ক্যান করে সনদ তৈরি করা হয়।’

ইউএনও মুনতাসির হাসান বলেন, ‘জাল সনদ দিয়ে নামজারি ও জমা খারিজের চেষ্টা করায় দেলোয়ারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন,  আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এমকে

 


মন্তব্য
জেলার খবর