ভুয়া জন্মদিন পালন ও মুক্তিযুদ্ধকে ‘কলঙ্কিত’ করার অভিযোগে মানহানির দুই মামলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছানো হয়েছে, ১১ মে পরবর্তী দিন ধার্য করা হয়েছে। বুধবার (২৩ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুরের আদালত এ দিন ধার্য করেন। অসুস্থতার কারণ দেখিয়ে খালেদা জিয়ার আইনজীবি আদালতের কাছে সময় প্রার্থনা করলে এ আদেশ দেন আসাদুজ্জামান নুর।
প্রসঙ্গত, ২০১৬ সালের ৩০ আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে ভুয়া জন্মদিন পালনের অভিযোগে মামলা হয়, মামলাটি করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম। মুক্তিযুদ্ধকে ‘কলঙ্কিত’ করার অভিযোগে মামলাটি হয় ২০১৬ সালের ৩ নভেম্বর। একই আদালতে মামলাটি করেন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী।
এমকে