মন্তব্য
দেশে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনধিক ১৫০টি আসনের ভোট ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) গ্রহণ করা হবে। কোন কোন আসনে ইভিএম হবে- সেটা এখনই বলা যাচ্ছে না। তফসিল ঘোষণার পর বলতে পারবে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৩ আগস্ট) সাংবাদিকদের এ কথা জানালেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। রাজধানী ঢাকার আগারগাঁওয়ে ইসি ভবনে কমিশন সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন মি. দেবনাথ। দেশে বর্তমানে সংসদীয় আসন আছে ৩০০ টি।
ইসির অতিরিক্ত সচিব বলেন, নির্বাচন কমিশনের কাছে এখন দেড় লাখ ইভিএম আছে। এটা দিয়ে ৭০-৭৫টি আসনে ভোট করা যাবে। আসন সংখ্যা ভোটারের সংখ্যার নির্ভর করে। ছোট আসনে কম, বেশি ভোটার হলে বেশি লাগবে ইভিএম। এক্ষেত্রে দরকার হলে ইভিএম ক্রয় করতে হবে। কেনার বিষয়ে কমিশন সিদ্ধান্ত দিলে সচিবালয় সেই পদক্ষেপে যাবে।
এমকে