এশিয়া কাপ খেলার জন্য দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। মঙ্গলবার দুবাই পৌঁছেছে সাকিব বাহিনী। তবে দলের সাথে যায়নি এনামুল হক বিজয় ও পেসার তাসকিন আহমেদ। তবে আজ যাচ্ছেন তারা। এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ৩০ আগস্ট। শারজায় শক্তিশালী আফগানিস্তানের বিরুদ্ধে লড়বে টাইগার বাহিনী।
মাঠে নামার ৭ দিন আগেই দুবাই পৌঁছালো বাংলাদেশ। প্রথম ম্যাচের প্রায় ৭ দিন আগে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার কারণ কন্ডিশনের সঙ্গে নিজেদের মানিয়ে নেয়া। প্রথম ৪ দিন অনুশীলন ক্যাম্প করবে টাইগাররা।
অধিনায়কের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদকে। তার জায়গায় অধিনায়ক করা হয়েছে সাকিব আল হাসানকে। আগামী বিশ্বকাপ অবদি দলের নেতৃত্ব তার কাঁধেই থাকবে। টি-টোয়েন্টি ফরমেটে খুবই নাজুক অবস্থা টাইগারদের। সাকিবকে দায়িত্বে ঘুরে দাঁড়ানোর আশা টাইগারদের।
দেশ ছাড়ার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘আমাদের জন্য কঠিন। বাস্তব চিন্তা করলে আমরা যদি এ দুই ম্যাচ ভালো খেলতে পারি এবং আগের যে সিরিজগুলো খেলেছি বা এক দেড় বছরে যে সিরিজগুলো খেলেছি সেখান থেকে উন্নতির ছায়া যদি রাখতে পারি, তাহলে একটা অর্জন হবে এ টুর্নামেন্টে।’
সাকিব আরো বলেন, ‘আগামী দুই-আড়াই মাস ফোকাসের জায়গা। দেখা যাক, এই সময়ে আমরা কতোটা উন্নতি করতে পারি। আমাদের অনেক চোটের সমস্যা আছে। এখন যে সময় যাচ্ছে, যে পরিমাণ খেলা হচ্ছে, এটা সবসময় হবে। এই প্রতিকূলতার মাঝেও আমরা কীভাবে উন্নতি করতে পারি, সেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমি বলছি না যে খেলাটার ধরন পুরোপুরি বদলে ফেলতে হবে। আমরা চাইলেই আমাদের শরীর হুট করে বড় করে ফেলতে পারবো না। কিন্তু আমাদের যে রিসোর্স আছে, আমরা যেন তার সঠিক ব্যবহার করতে পারি সেটা গুরুত্বপূর্ণ। আমরা কতোটা ধারবাহিকভাবে করতে পারি, সেটা গুরুত্বপূর্ণ। যেটা আমরা শেষ কিছুদিন করতে পারছি না। যদি আমরা তা করতে পারি তাহলে জেতা শুরু করবো। হেরেও যদি যাই তাহলে শেষ ওভারে গিয়ে হারতে চাই। প্রতিটি ম্যাচ প্রতিযোগিতা করতে চাই। যেন মানুষ বুঝে যে আমাদের মধ্যে উন্নতির ছায়া আছে।’