মোশারফের নতুন সিনেমা ‘বৈদ্য’

২৪ অগাস্ট ২০২২

অসাধারণ অভিনয় নৈপূণ্যতা দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন মোশারফ করিম। ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে যাত্রা শুরু। তার অভিনীত প্রথম নাটক নতুন অতিথি। ছোট পর্দায় সীমাবদ্ধ ছিলেন না তিনি। বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন। এবার নতুন আরেকটি সিনেমায় কাজ করার খবর দিলেন মোশারফ।

 

সোমবার ছিল মোশারফের জন্মদিন। এ দিনই বিশেষ খবরটি সামনে আনলেন শক্তিমান এই অভিনেতা। সিনেমাটির নাম ‘বৈদ্য’। মোশাররফ করিমের পক্ষে  চলচ্চিত্র পরিচালক নিয়ামুল মুক্তা এ খবর দেন। 

 

নতুন সিনেমা নিয়ে মোশাররফ করিম বলেন, বেশ আগেই চুক্তিবদ্ধ হয়েছিলাম। গল্পটি একজন বৈদ্যকে নিয়ে। তার প্রতিশোধের গল্প নিয়েই সিনেমাটি এগোবে। তরুণ নির্মাতা ও গল্পটি নিয়ে আমি আশাবাদী। এখানে গ্রামের একজন বৈদ্যের গল্প তুলে ধরা হবে। যিনি গ্রামে কবিরাজি করেন। গল্পে অনেক চমক আছে।

 

পরিচালক নিয়ামুল মুক্তা বলেন, গল্প একই সাথে যেমন ড্রামা, তেমনি এখানে থ্রিলারের একাধিক উপাদান আছে। পুরো গল্পে একটা টান টান উত্তেজনা রাখা হয়েছে। আমরা এখনো গল্পের উপকরণগুলো নিয়ে গবেষণা করছি। আমাদের ছবিটি সময়ের নানা অসংগতির কথা বলবে। মোশাররফ করিম ভক্তদের একটা চমক দিতেই তার জন্মদিনটি বেছে নিয়েছেন। আমরা সমপ্রতি বেশ ক’দিন ধরেই সিনেমাটির ঘোষণা দেয়ার একটা উপলক্ষ খুঁজছিলাম। জন্মদিনটাই সেরা মনে হয়েছে।


মন্তব্য
জেলার খবর