রডের দাম নিয়ন্ত্রণ চায় সংসদীয় কমিটি

২৩ মার্চ ২০২২

দেশের বাজারে হঠাৎ করেই বেড়ে গেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্মাণ সামগ্রী রডের দাম।  এ দাম নিয়ন্ত্রণ চায় সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এ জন্য তারা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান পরিচালনার সুপারিশ করেছে, দাম বৃদ্ধির পেছনে কোনো সিণ্ডিকেট কাজ করছে কি-না, সেটাও খতিয়ে দেখতে বলেছে।  বুধবার (২৩ মার্চ) সংসদ ভবনে কমিটির বৈঠকেএ বিষয়ে সুপারিশের সিদ্ধান্ত হয়।

বৈঠকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কার্যক্রম নিয়ে আলোচনা হয়। রডের পাশাপাশি সয়াবিন তেলের দাম নিয়েও আলোচনা হয়।

বৈঠক শেষে কমিটির সভাপতি আ স ম ফিরোজ সাংবাদিকদের বলেন,  রডের দাম বেড়ে যাওয়ায় অবকাঠামো নির্মাণের কাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে।  জানা গেছে চলতি মার্চ মাসের শুরু থেকে টন প্রতি রডের দাম আগের মাসের তুলনায় ৫-৮ হাজার টাকা বেড়ে ৮২ থেকে ৮৮ হাজার হয়।

এমকে


মন্তব্য
জেলার খবর