মন্তব্য
মার্কিন গবেষণা সংস্থা নাসা সৌর জগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতির নতুন ছবি প্রকাশ করেছে। জেমস ওয়েব টেলিস্কোপের মাধ্যমে ২৭ জুলাই ছবিটি তোলা হয়েছে। বৃহস্পতির নির্দিষ্ট বৈশিষ্ট্যগুলিকে আলাদা করার জন্য ছবিগুলিকে ডিজিটালভাবে উন্নত ও কৃত্রিমভাবে রঙ করা হয়েছে।
নাসা জানিয়েছে, এ ছবির মাধ্যমে বৃহস্পতি সম্পর্কে নতুন নতুন তথ্য বিজ্ঞানীদের জানাবে তারা।
ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলের এমেরিটা অধ্যাপক জ্যোতির্বিদ ইমকে ডি প্যাটার বলেন, ‘আমরা সত্যিই আশা করিনি জেমস ওয়েব টেলিস্কোপের তোলা ছবিটি এত ভালো হবে।’