নির্ধারিত সময়ের মধ্যেই অফিসের কাজ শেষ করতে হবে

২৪ অগাস্ট ২০২২

বুধবার (২৪ আগস্ট) থেকে সরকারি অফিসের কর্মঘণ্টা একঘণ্টা কমিয়ে সকাল ৮টা-দুপুর ৩টা পর্যন্ত করা হয়েছে। আর এ সময়ের মধ্যেই সংশ্লিষ্টদের কাজ শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশ দেওয়ার বিষয়টি বুধবার (২৪) সাংবাদিকদের জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। সবিচালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) গ্রুপ বিমা চুক্তির অনুষ্ঠানে সাংবাদিকদের ব্রিফ করেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি অফিসের নতুন সময় নির্ধারণ করে দিয়েছে সরকার।  

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, প্রত্যেকের কাজের পারফরমেন্স দেখা হবে। অপ্রয়োজনে কেউ বিদ্যুৎ খরচ না করলে এ সময়সূচি ফলপ্রসূ হবে, বিদ্যুৎ সাশ্রয় হবে। এ বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার হবে। আমন চাষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাবে সেচ প্রকল্প। এতে আগামীতে খাদ্য ঘাটতি হবে না।

শুধু বিদ্যুৎ সাশ্রয় করাই এ সিদ্ধান্তের মূল উদ্দেশ্য উল্লেখ করে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, সরকারের এ সিদ্ধান্ত সাময়িক সময়ের জন্য। কয়েকটি দিন দেখে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

এমকে

 


মন্তব্য
জেলার খবর