র্যাবের ওপর নিষেধাজ্ঞা দিলেও ন্যায্যতা, সঠিক পন্থা ও অসাম্প্রদায়িকতায় বিশ্বাস করায় এবং কোনো ধরণের বৈষম্যেতায় বিশ্বাস না করায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন । বুধবার (২৩ মার্চ) বিমসটেক শীর্ষ সম্মেলন উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এমন আশার কথা শোনালেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত মধুর। দেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগে এক নম্বরে রয়েছে আমেরিকা। সুখে-দুঃখেও তারা পাশে আছে। বাংলাদেশ ও আমেরিকা গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস করে বলে আগামী ৫০ বছরে সম্পর্ক আরও বাড়বে বলে আশা করে বাংলাদেশ।
মন্ত্রী আব্দুল মোমেন জানান, গত ১০ ডিসেম্বরের পরে যুক্তরাষ্ট্রের সঙ্গে সব বৈঠকে র্যাবের ওপর আরোপিত নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। মার্কিন আন্ডার সেক্রেটারির সঙ্গেও আলোচনা হয়েছে, তিনি বলেছেন- গত তিন মাসে র্যাবের হাতে কারো মৃত্যু হয়নি। এতে যুক্তরাষ্ট্র খুশি।
এমকে