যেসব ডিলার কারসাজি করে সারের দাম বেশি নিচ্ছে, তাদের লাইসেন্স অবশ্যই সরকার বাতিল করবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। বলেছেন, তাদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। চিহ্নিত করে তাদের নাম কৃষি মন্ত্রণালয়ে দ্রুত পাঠানোর জন্য মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাদের নির্দেশ দেন এ সময়। বুধবার (২৪ আগস্ট) বিদ্যমান শস্যবিন্যাসে তেল ফসলের অন্তর্ভুক্তি এবং ধানের অধিক ফলনশীল জাতের উৎপাদন বৃদ্ধি শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন। যশোরে পিটিআই অডিটোরিয়ামে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এবং কৃষি সম্প্রসারণ অধিদফতর এ কর্মশালার আয়োজন করে।
কৃষিমন্ত্রী বলেন, প্রয়োজনের চেয়েও সারের মজুদ বেশি রয়েছে দেশে। সরকার গতবছর শুধু সারেই ভর্তুকি দিয়েছে ২৮ হাজার কোটি টাকা। এত বিশাল অংকের ভর্তুকির সার কোনোক্রমেই যাতে কৃষককে বেশি দামে কিনতে না হয়, সে জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের তদারকি জোরদার ও মোবাইল কোর্ট পরিচালনার কথা বলেন মন্ত্রী।
কর্মশালায় কৃষিসচিব মো. সায়েদুল ইসলাম সভাপতিত্ব করেন। বক্তব্য দেন- ডিএইর মহাপরিচালক বেনজীর আলম, ব্রির মহাপরিচালক শাহজাহান কবীর, কৃষি বিপণন অধিদফতরের মহাপরিচালক আ. গাফফার খান, বারির মহাপরিচালক দেবাশীষ সরকার, যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার প্রমুখ।
এমকে