৩১ আগস্ট প্রতীকী ধর্মঘট পেট্রল পাম্পে

২৪ অগাস্ট ২০২২

সাত দিনের মধ্যে দাবি না মানলে আগামী  ৩১ আগস্ট ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত পেট্রল পাম্পে প্রতীকী ধর্মঘট পালন করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ডিলারস, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। লিটার প্রতি জ্বালানি তেল বিক্রিতে ৭ শতাংশ কমিশন দাবি তাদের। দাবি পূরণ না হলে প্রয়োজনে লাগাতার ধর্মঘটে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। বুধবার (২৪ আগস্ট) এক সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এ হুঁশিয়ারি  দেওয়া হয়। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এ  সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন সংগঠনের সভাপতি মোহাম্মদ নাজমুল হক।

সংবাদ সম্মেলনে জানানো হয়,  ২০১৩ সালে অকটেন ও পেট্রল বিক্রি করে ৪ দশমিক ৭৫ শতাংশ আর ডিজেল বিক্রিতে  ৩ দশমিক ২২ শতাংশ কমিশন পেলেও এখন সেটা প্রায় ১ শতাংশ হারে কমেছে। উদ্ভূত পরিস্থিতিতে তাদের পিঠ দেয়ালে ঠেকে যাওয়ায় এখন ধর্মঘটের মতো কর্মসূচি দেওয়া হচ্ছে।

এমকে


মন্তব্য
জেলার খবর