রাজনৈতিক মতামত বিবেচনায় নেয়নি ইসি

২৫ অগাস্ট ২০২২

দেশে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনধিক ১৫০টি আসনের ভোট ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) গ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)। এ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মতামত মুখ্য বিবেচনায় আসেনি। ইসি নিজেরাই সিদ্ধান্ত নিয়েছে। ভোট সুষ্ঠুভাবে করতে ভোটাধিকার প্রয়োগের কথা মুখ্য বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত কীভাবে নেওয়া হয়েছে, সেটা এভাবে পরিস্কার করেছেন খোদ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বুধবার (২৪ আগস্ট) রাজধানী ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ প্রসঙ্গে ব্রিফ করেন সিইসি।

সিইসি বলেন, সংলাপে ইভিএম নিয়ে রাজনৈতিক দলগুলোর পক্ষে-বিপক্ষে মতামত ছিল। কিন্তু ভোট রাজনৈতিক দল নয়, সামলাবে ইসি। ইসির এটা বড় দায়িত্ব নির্বাচনে নির্বাচন সম্পন্ন করা, ভোট যেন আরও স্বাচ্ছন্দ্য, সুষ্ঠু হয়- নিশ্চিত করা।

ইভিএমের কারণে আগামী নির্বাচনে সংকট সৃষ্টি প্রসঙ্গে সিইসি বলেন, এ নিয়ে আগাম ভবিষ্যৎ বাণী করা যাবে না। ২০১৪ ও ২০১৮ সালেও সংকটের কথা বলা হয়েছিল। আগামী নির্বাচন নিয়ে সংকট হবে কিনা তা প্রেডিক্ট করার সাধ্য নেই।

সিইসি জানান, ইভিএম নিয়ে চট জলদি কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। দীর্ঘ আলোচনা করে সিদ্ধান্ত হয়েছে। প্রথম থেকেই বলা হয়েছে- পরীক্ষা-নিরীক্ষা করে, কতটা নির্ভরযোগ্য পরখ করে দেখার চেষ্টা করা হয়েছে। বিভিন্ন দল, টেকনিক্যাল এক্সপার্টদের ডেকে মতামত নেওয়া হয়েছে। এর ওপর নির্ভর করে, কমিশন সব দলের মতামত বিবেচনা করে, শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে। একটি দলের বা কারও চাওয়ার পরিপ্রেক্ষিতে ইভিএমের সিদ্ধান্ত হয়নি, জানান সিইসি।

এমকে


মন্তব্য
জেলার খবর