মৃত্যু ১, শনাক্ত ২৫৮

২৫ অগাস্ট ২০২২

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ১ জন মারা গেছেন, শনাক্ত হয়েছে ২৫৮ জন। আর মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ২২১ জন। বৃহস্পতিবার (২৫ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বুধবার শনাক্ত হয়েছিল ১৬৭ জন, মারা যায় ৩ জন করোনা রোগী।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ৪ দশমিক ৩৮।  ৫ হাজার ৯৩০টি নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষা করা হয় ৫ হাজার ৮৯৪টি। নমুনা পরীক্ষার মাধ্যমে করোনা রোগী শনাক্ত করে স্বাস্থ্য অধিদফতর।

বিজ্ঞপ্তির হিসাবে, এখন পর্যন্ত ২০ লাখ ১০ হাজার ৭৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে করোনামুক্ত হয়েছেন ১৯ লাখ ৫৪ হাজার ৮০৬ জন। মৃত্যু হয়েছে  ২৯ হাজার ৩২০ জনের। মোট নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ৪৭ লাখ ২৫ হাজার ১৯০টি। গড় শনাক্তের হার ১৩ দশমিক ৬৬।

এমকে

 


মন্তব্য
জেলার খবর