চালের দাম আরও কমবে: খাদ্যমন্ত্রী

২৫ অগাস্ট ২০২২

দেশের বাজারে গত সপ্তাহে বৃদ্ধি পাওয়া চালের দাম এরই মধ্যে কমতে শুরু করেছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বলেছেন, ১ সেপ্টেম্বর থেকে ওএমএস (খোলা বাজারে বিক্রি) দেওয়ার পরে তো আরও কমবে।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সাংবাদিকদের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী এ কথা বলেন। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে খাদ্য আমদানি নিয়ে সরকারের উচ্চপর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন খাদ্যমন্ত্রী।

খাদ্যমন্ত্রী জানান, কমফোর্টেবল আমদানির জন্য কমফোর্টেবল পেমেন্টের জন্য, যা যা করার দরকার তা ক্লিয়ার আছে। দ্যাটস এনাফ।

এমকে


মন্তব্য
জেলার খবর