কক্সবাজারের মহেশখালীতে সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম)- এর নির্মাণ কাজ শেষ হলে বছরে পরিবহন ব্যয় সাশ্রয় হবে প্রায় ৮০০ কোটি টাকা। সেই সঙ্গে বাড়বে দেশের তেল মজুত ক্ষমতা। সম্প্রতি সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, চলতি বছরের শেষে এসপিএম-এর নির্মাণ কাজ শেষ হবে। এতে চট্টগ্রাম বন্দরে জাহাজ জট কমবে। এর আগে ফেসবুকে প্রতিমন্ত্রী তার ভেরিফায়েড পেজে এ সংক্রান্ত একটা স্ট্যাটাস দেন। সেখানে বলেন, ‘মহেশখালীতে সিঙ্গেল পয়েন্ট মুরিং বা এসপিএম-এর নির্মাণ কাজ প্রায় শেষ। জ্বালানি ব্যবস্থাপনার নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ।’
এসপিএমর সুবিধা প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, বর্তমানে আমদানির জ্বালানি তেল বড় জাহাজ (এক লাখ টন) থেকে লাইটারে, সেখান থেকে পাইপ লাইনের মাধ্যমে রিফাইনারি ট্যাংকে পৌছায়, খালাস করতে লাগে ১১ দিন। এসপিএম চালু হলে সময় লাগবে মাত্র ৪৮ ঘণ্টা।
এমকে