১ সেপ্টেম্বর পর্যন্ত জামিন পেলেন ইমরান

২৫ অগাস্ট ২০২২

ইসলামাবাদের সন্ত্রাস দমন আদালত আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রীকে গ্রেফতারি থেকে জামিন দিয়েছে। এর আগে ২৫ অগস্ট পর্যন্ত ইসলামাবাদ হাই কোর্ট থেকে গ্রেফতারিতে জামিন পেয়েছিলেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর চেয়ারম্যান ইমরান খান। সেই জামিনের মেয়াদ শেষের আগেই ইসলামাবাদের সন্ত্রাস দমন আদালতের দ্বারস্থ হন ইমরানের আইনজীবী। সেখানে বিচারক রাজা জাওয়াদ আব্বাস হাসান শর্তসাপেক্ষে প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রাক্‌-গ্রেফতারি জামিনের আবেদন মঞ্জুর করেন।

 

এর আগে পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী রানা সানাউল্লাহ দাবি করেছিলেন, ২৫ অগস্ট জামিনের মেয়াদ শেষ হলেই গ্রেফতার করা হবে ইমরানকে। এ জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রয়োজনীয় অনুমতিও জোগাড় করা হয়েছিল বলে জানিয়েছিলেন তিনি।

 

ইমরানের আর্জি খারিজ হলে তাকে গ্রেফতার করা হবে, বৃহস্পতিবার সকাল থেকে এ জল্পনা তুঙ্গে ওঠে। রাজধানী ইসলামাবাদে ছিল কড়া পুলিশি নিরাপত্তা। অন্যদিকে, যদি ইমরান গ্রেফতার হন, সে ক্ষেত্রে পাল্টা চাপ তৈরি করতে পিটিআই কর্মী সমর্থকদের পথে নামারও আগাম ডাক দেওয়া হয়। তবে দুপুর নাগাদই জামিন পান ইমরান।

 

ইমরানের বিরুদ্ধে অভিযোগ, তিনি একটি জনসভায় প্রকাশ্যে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা ও এক মহিলা দায়রা বিচারকের বিরুদ্ধে মানহানিকর মন্তব্য ও হুমকি দিয়েছেন। তারপরই প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা হয়। সেই মামলাতেই গ্রেফতারি এড়াতে সন্ত্রাস দমন আদালতের দ্বারস্থ হন ইমরান।


মন্তব্য
জেলার খবর