২৭ আগস্ট পর্দা উঠছে এশিয়া কাপের। ৩০ আগস্ট মাঠে নামবে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ জয়ের মিশন শুরু করবে টাইগাররা। এবারের আসর হবে টি-টোয়েন্টি ফরমেটে।
দু’টি গ্রুপে মোট ছয়টি দল অংশগ্রহণ করবে। ‘বি’ গ্রুপের ৩ দল নিশ্চিত হলেও ‘এ’ গ্রুপে বাকি ছিল ১টি দল। সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে সেই শূন্যস্থান পূরণ করেছে হংকং। বুধবার বাছাইপর্বের ম্যাচে স্বাগতিকদের ৮ উইকেটে হারিয়ে মূলপর্বের টিকিট পায় দলটি।
‘এ’ গ্রুপে হংকংয়ের প্রতিপক্ষ ভারত ও পাকিস্তান। ‘বি’ গ্রুপের তিন দল- বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান।
এশিয়া কাপের বাছাইয়ে লড়েছে- হংকং, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং সিঙ্গাপুর। প্রত্যেক দল একে অপরের মোকাবিলা করেছে একবার করে। বুধবার রাতে বাছাইয়ের শেষ দুই ম্যাচে মুখোমুখি হয় হংকং-আরব আমিরাত ও কুয়েত-সিঙ্গাপুর।
টানা দুই জয়ে বাছাইয়ের লড়াইয়ে এগিয়ে ছিল হংকং। কুয়েতের সম্ভাবনা টিকে ছিল নিজেদের বড় জয় এবং হংকংয়ের হারের ওপর। কুয়েত ৬ উইকেটে সিঙ্গাপুরকে হারিয়েছে ঠিকই, তবে হংকং-আরব আমিরাতের ম্যাচের ফল পক্ষে আসেনি মোহাম্মদ আসলামদের।
৩ ম্যাচে ৩ জয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে এশিয়া কাপের মূলপর্বে জায়গা করে নেয় হংকং। ৩ ম্যাচে ২ জয় ও ১ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে কুয়েত। ১ ম্যাচ জিতে সংযুক্ত আরব আমিরাতের পয়েন্ট ২। তিন ম্যাচের একটিও জিততে পারেনি সিঙ্গাপুর।