মহানবী (স.)কে অবমাননাকারী বিজেপির সেই নেতা ফের গ্রেফতার

২৫ অগাস্ট ২০২২

মহানবী হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে অবমাননাকর ভিডিও পোস্ট করে গ্রেফতার হয়েছিলেন ভারতের তেলাঙ্গানা রাজ্যের বিজেপি দলীয় বিধায়ক টি. রাজা সিং। এ মামলায় তিনি জামিনে বেরিয়ে এলেও তাকে আবারও গ্রেফতার করা হয়েছে। খবর এনডিটিভির।  ]

 

আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ‘সাম্প্রদায়িক পরিবেশ’ বিষয়ে নতুন একটি ভিডিও পোস্ট করেছেন রাজা সিং। এর কয়েক ঘন্টার মধ্যে তাকে কঠোর প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্টের (পিডিএ) অধীনে গ্রেফতার করা হয়েছে। এর কয়েক ঘন্টা আগে যে ভিডিও তিনি শেয়ার করেছেন তাতে টি. রাজা সিং বলেন, তেলাঙ্গানা রাজ্য পুলিশ (হায়দরাবাদের এমপি) আসাদুদ্দিন ওয়েইসির হাতের পুতুল হয়ে গেছে। এতে তিনি আরও বলেন, এআইএমআইএম প্রধান ওয়েইসির সমর্থকদেরকে ইট-পাথর ছুড়তে স্বাধীনতা দেয়া হয়েছে। এক্ষেত্রে কোনো এফআইআর হয়নি। কাউকে গ্রেফতার করা হয়নি।

 

এতে তিনি আসাদুদ্দিনের সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ তোলেন যে, তারা উপাসনালয়কে টার্গেট করেছে। রাজা সিং এর আগে মহানবী (স.)কে নিয়ে যে মন্তব্য করেছিলেন, তার প্রতিবাদ প্রসঙ্গে তিনি এসব কথা বলেন। মহানবী (স.)কে নিয়ে কটূক্তি করার কারণে তার বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ হয়েছে।


মন্তব্য
জেলার খবর