ভোলা প্রতিনিধি:
ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণের জাহানপুর ইউনিয়নে জাটকা আহরণে বিরত থাকা জেলেদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। বুধবার (২৩ মার্চ) সকালে জাহানপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ চাল বিতরণ করা হয়।
চরফ্যাশন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মারুফ হোসেন মিনার বলেন, উপজেলায় নিবন্ধিত জেলে রয়েছেন মোট ৪৭ হাজার ৩শ’ ১১ জন। এর মধ্যে প্রথম ধাপে ২২ হাজার ১শ’ ৬১ জনকে এ সহায়তা দেওয়া হবে। নিবন্ধিত প্রতিজন জেলে পরিবার মাসে ৪০ কেজি হারে চার মাসে ১৬০ কেজি চাল পাবেন। দুই মাস একত্রে মিলে দুই ধাপে ( ফেব্রুয়ারি থেকে মে) এ সহায়তা দেওয়া হবে। প্রথম ধাপের জন্য ১ হাজার ৭ শ’ ৭৩ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
চাল বিতরণকালে চরফ্যাশন উপজেলা সামন্দ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান ও জাহানপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. নাজিম হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কামরুজ্জামান শাহীন/এমকে