পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সময় দমকা হাওয়া বয়ে যেতে পারে। শুক্রবার (২৬ আগস্ট) আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।
আবহাওয়া অধিদফতর বলছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল অবস্থায় আছে। শুক্রবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সন্দ্বীপ, রাঙামাটি ও কুতুবদিয়ায় মাত্র ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া কুমিল্লায় সামান্য বৃষ্টি হলেও ঢাকাসহ সারাদেশে কোনো বৃষ্টি হয়নি।
পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করেছে রাঙামাটিতে, ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। মাদারীপুর, তেঁতুলিয়ায়, রাঙামাটি, ফেনী, কুতুবদিয়া ও চুয়াডাঙ্গায় সর্বনিম্ন ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।
এমকে