দেশের পুঁজিবাজারে কয়েক দিন ধরে ধারাবাহিকভাবে লেনদেন বাড়ছে, সূচকেরও বড় উত্থান হয়েছে। বেড়েছে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটদর। লেনদেনে বড় ধরনের উত্থানের পেছনে বড় ভূমিকা ব্লক মার্কেটের। গত সপ্তাহের লেনেদেন পরিস্থিতি বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে।
তথ্য বলছে, গেল সপ্তাহে প্রাতিষ্ঠানিক ও সাধারণ— উভয় ধরণের নিষ্ক্রিয় বিনিয়োগকারীদের সক্রিয় হতে দেখা গেছে। পাঁচ কার্যদিবসের মধ্যে চার কার্যদিবসেই লেনদেন ছিল ঊর্ধ্বমুখী। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন বেড়েছে পাঁচ হাজার কোটি টাকার বেশি। চলতি বছরের সর্বোচ্চ লেনদেন হয়েছে বৃহস্পতিবার (২৫ আগস্ট), পরিমাণ ছিল ১ হাজার ৭৭৭ কোটি টাকা। ব্লক মার্কেটে লেনদেন হয়েছে প্রায় ১১৪ কোটি টাকা, যা মোট লেনদেনের প্রায় সাড়ে ৬ শতাংশ। সূচকগুলোর মধ্যে ডিএসইএক্স ৭৫ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ৪৭ দশমিক ৩০ পয়েন্ট ও ডিএসই শরিয়াহ্ সূচক ২৪ দশমিক ২৩ পয়েন্ট বেড়েছে। বাজার মূলধন দাঁড়িয়েছে ৫ লাখ ১৩ হাজার ২৪০ কোটি টাকা। আগের সপ্তাহে এর পরিমাণ ছিল ৫ লাখ ৮ হাজার ১০৯ কোটি টাকা। লেনদেনে অংশ নেওয়া মোট প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৯১টির, বিপরীতে কমেছে ১১৪টির আর বাকি ৮৪টির অপরিবর্তিত রয়েছে। মোট লেনদেন হয়েছে ৬ হাজার ৯৩৩ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের সপ্তাহে এর পরিমাণ ছিল ২ হাজার ৮৩৮ কোটি ৭০ লাখ টাকা। লেনদেন বেড়েছে ৪ হাজার ৯৫ কোটি ২৩ লাখ টাকা।
এমকে