ইউক্রেনের ৮টি যুদ্ধবিমান ধ্বংস করেছে বলে দাবি করেছে রাশিয়া। এ হামলায় ৩০ জন নিহত হয়েছে বলেও দাবি দেশটির। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার এক ঘোষণায় এ কথা জানিয়েছে। এ নিয়ে যুদ্ধ শুরুর পর ইউক্রেনের মোট ২৭৩ যুদ্ধবিমান ধ্বংসের ঘোষণা দিল রাশিয়া। খবর আরটির।
খবরে জানানো হয়, ইউক্রেনের পোল্টাভা অঞ্চলের মিরোগোরোড বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে রাশিয়ার বিমান বাহিনী। সামরিক বাহিনীর লেফটেন্যান্ট জেনারেল ইগর কোনাশেঙ্কোভ জানান, ওই ঘাঁটিতে থাকা ইউক্রেনের সু-২৭ ও সু-২৪ মডেলের দুইটি বিমান ধ্বংস করা হয়েছে এবং আরও দুইটি একই মডেলের বিমানকে ওড়ার অনুপযোগী করে দেয়া হয়েছে।
ইউক্রেনের সেনাবাহিনীও বুধবার সকালে রাশিয়ার হামলার কথা স্বীকার করেছে। তারা জানায়, তাদের একটি ‘সামরিক স্থাপনায়’ বিমান হামলা চালিয়েছে রাশিয়া। তবে এতে কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা জানায়নি তারা। রাশিয়ার দাবি, ওই হামলায় ইউক্রেনের ৩০ ‘জাতীয়তাবাদী’ নিহত হয়েছে।