শনাক্ত ২১৭ করোনা রোগী

২৮ অগাস্ট ২০২২

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত কেউ মারা না গেলেও শনাক্ত হয়েছে ২১৭ জন। আর মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ২৯৯ জন। রোববার (২৮ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শনিবার শনাক্ত হয়েছিল ১৫৬  জন, মারা যায় ২ জন করোনা রোগী।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ৪ দশমিক ৬২।  ৪ হাজার ৬৮৭টি নমুনা সংগ্রহ করা হয়। আগের নমুনাসহ নমুনা পরীক্ষা করা হয় ৪ হাজার ৬৯৫টি। নমুনা পরীক্ষার মাধ্যমে করোনা রোগী শনাক্ত করে স্বাস্থ্য অধিদফতর।

বিজ্ঞপ্তির হিসাবে, এখন পর্যন্ত ২০ লাখ ১১ হাজার ৩১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে করোনামুক্ত হয়েছেন ১৯ লাখ ৫৫ হাজার ৫৬৩ জন। মৃত্যু হয়েছে  ২৯ হাজার ৩২৩ জনের। মোট নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ৪৭ লাখ ৩৮ হাজার ২৬৯টি। গড় শনাক্তের হার ১৩ দশমিক ৬৫।

এমকে

 


মন্তব্য
জেলার খবর