ভারত-বাংলাদেশ সীমান্তে দুই বিএসএফ সদস্যের বিরুদ্ধে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে ভারতের পশ্চিমবঙ্গের বাগদায়। এ ঘটনায় বিএসএফের এক এএসআই ও একজন কনস্টেবলকে গ্রেফতার করেছে পুলিশ। ওই তরুণীর অভিযোগের ভিত্তিতেই তাদের গ্রেফতার করা হয়। এ ছাড়া দু’জনকেই সাসপেন্ড করা হয়েছে। এরপর তাদের পুলিশের হাতে তুলে দেয়া হয়। খবর হিন্দুস্তান টাইমসের।
সূত্রের খবর, ওই তরুণীকে সীমান্তের কাছাকাছি দেখা গিয়েছিল। এরপর ওই দুই বিএসএফ সদস্য তাকে বাগদা সীমান্তের জিতপুর বিওপি’র কাছেই তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে। তবে ঘটনার কথা জানাজানি হতেই দ্রুত ব্যবস্থা নেয় বিএসএফ।
বিএসএফের সদর দপ্তর থেকে এ নিয়ে পুলিশের কাছেও রিপোর্ট চেয়ে পাঠানো হয়। ওই তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়। তবে এ ঘটনাকে কেন্দ্র করে যাতে কোনো উত্তেজনা না ছড়ায় সেজন্য সবরকম ব্যবস্থা নেয় পুলিশ। দ্রুত অভিযুক্ত দুই বিএসএফ সদস্যকে গ্রেফতার করা হয়।