মৃত্যু ২, শনাক্ত ১৫৬

২৭ অগাস্ট ২০২২

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ২ জন মারা গেছেন, শনাক্ত হয়েছে ১৫৬ জন। আর মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ১৮০ জন। শনিবার (২৭ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শুক্রবার শনাক্ত হয়েছিল ১৯৬ জন, মারা যায় ১ জন করোনা রোগী।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ৪ দশমিক ২৬। ৩ হাজার ৬৫৯টি নমুনা সংগ্রহ করা হয়। আগের নমুনাসহ নমুনা পরীক্ষা করা হয় ৩ হাজার ৬৬৩টি। নমুনা পরীক্ষার মাধ্যমে করোনা রোগী শনাক্ত করে স্বাস্থ্য অধিদফতর।

বিজ্ঞপ্তির হিসাবে, এখন পর্যন্ত ২০ লাখ ১১ হাজার ১০০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে করোনামুক্ত হয়েছেন ১৯ লাখ ৫৫ হাজার ২৬৪ জন। মৃত্যু হয়েছে  ২৯ হাজার ৩২৩ জনের। মোট নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ৪৭ লাখ ৩৩ হাজার ৫৭৪টি। গড় শনাক্তের হার ১৩ দশমিক ৬৫।

এমকে

 


মন্তব্য
জেলার খবর