পুলিশে ক্রিমিনালের স্থান নেই: আইজিপি

২৩ মার্চ ২০২২

বাংলাদেশ পুলিশে ক্রিমিনালের স্থান নেই বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। বলেছেন, কোনও পুলিশ সদস্য অপরাধে যুক্ত থাকলে তাকে বাহিনী থেকে বের করে দেওয়া হবে। বুধবার (২৩ মার্চ) খুলনা রেঞ্জ পুলিশের সব ইউনিটের বিভিন্ন পদবির অফিসার ও ফোর্সের সঙ্গে হওয়া বিশেষ কল্যাণ সভায় এ কথা বলেন। যশোর পুলিশ লাইন্সে এ সভা হয়, প্রধান অতিথি ছিলেন পুলিশপ্রধান।

পুলিশে কর্মরতদের উদ্দেশ্যে আইজিপি বেনজীর আহমেদ আরও বলেন, আমরা নিজেরা ক্রাইম করবো না। সিনিয়র, জুনিয়র কোনও সহকর্মীকে ক্রাইম করতেও দেবো না। এ সময় মানুষের সঙ্গে অমানবিক ও অপেশাদার আচরণ করা থেকে বিরত থাকার নির্দেশ দেন পুলিশপ্রধান। বলেন, সবাই মিলে পুলিশ বাহিনীর সম্মান বাড়াতে হবে। পুলিশ বাহিনীর সম্মান বাড়লে ব্যক্তিগতভাবে প্রতিটি পুলিশ সদস্যের সম্মান বাড়বে। ড. বেনজীর তার বক্তব্যে পুলিশের আধুনিকায়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন। সভায় সভাপতিত্ব করেন খুলনা রেঞ্জের ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন।

বক্তব্যের শুরুতে পুলিশপ্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। সেই সঙ্গে মুক্তিযুদ্ধ ও করোনাকালে দেশ ও জনগণের সেবায় আত্মোৎসর্গকারী পুলিশ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করেন।

এমকে


মন্তব্য
জেলার খবর