চা শ্রমিকদের ভালো-মন্দ সবাইকে দেখতে হবে: প্রধানমন্ত্রী

২৭ অগাস্ট ২০২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চা শ্রমিকরা মাথার ঘাম পায়ে ফেলে কাজ করেন। শ্রমিকদের পরিশ্রমের কারণে মালিকরা উপার্জন করেন। তাই তাদের ভালো-মন্দ দেখার দায়িত্ব সবার। শনিবার (২৭ আগস্ট) চা বাগান মালিকদের সঙ্গে  বৈঠকে এ সব কথা বলেন । গণভবনে বৈঠকে সিলেট বিভাগের ১৩টি চা বাগান মালিক উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাসের কারণে অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য— সবাই ক্ষতিগ্রস্ত। কিন্তু এ খেটে খাওয়া মানুষগুলোর দিক তো একটু দেখতে হবে। তিনি বলেন, চা শিল্প আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমরা উৎপাদন বাড়ানোর চেষ্টা করছি। নতুন নতুন চা বাগানও করেছি।

এমকে


মন্তব্য
জেলার খবর