উন্নতির দিকে বিদ্যুৎ পরিস্থিতি

২৭ অগাস্ট ২০২২

গত মাসের তুলনায় এ মাসে দেশে বিদ্যুৎ সরবরাহের অবস্থা ভালো। আরও ভালো অবস্থায় যাবে। শনিবার (২৭ আগস্ট) এক ভার্চুয়াল সভায় এ কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসস্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ‘বঙ্গবন্ধুর জীবনাদর্শ ও শোকাবহ ১৫ আগস্ট’ র্শীষক এ সভার আয়োজন করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। প্রতিমন্ত্রী বিদ্যুতের বিদ্যমান পরিস্থিতিতে সবাইকে ধৈর্য্য ধরারও আহবান জানান এ সময়।

জ্বালানির বাজারে অস্থিতিশীলতার পেছনে  রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কারণে হিসেবে উল্লেখ করেন প্রতিমন্ত্রী। জানান, এ যুদ্ধের কারণে সারা বিশ্বের অর্থনৈতিক অবস্থাও নাজুক।  বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান সভায় সভাপতিত্ব করেন।

এমকে


মন্তব্য
জেলার খবর