যুক্তরাষ্ট্র গমনে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদকে দেওয়া দেশটির শর্ত সাপেক্ষ ভিসা বাংলাদেশের জন্য অবমাননাকর বলে মনে করছে বিএনপি। তারা মনে করছে- সরকার জাতিসংঘকে যে ডেলিগেশনের তালিকা প্রদান করেছে, সেখানে ইচ্ছাকৃতভাবে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে। সরকারের এ ধরনের দায়-দায়িত্বহীন ঔদ্ধত্যপূর্ণ আচরণের কারণে আন্তর্জাতিক সম্পর্ককে ঝুঁকির মধ্যে ফেলছে। শনিবার (২৭ আগস্ট) রাজধানী ঢাকার গুলশানে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতিসংঘ পুলিশ সামিটে যোগদানের জন্য এ ভিসা দিয়েছে যুক্তরাষ্ট্র।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এ ভিসায় আইজিপি জাতিসংঘের নির্দিষ্ট সম্মেলন ব্যতীত অন্য কোনও কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবেন না। সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান উপস্থিত ছিলেন।
এমকে