ভোলা প্রতিনিধি:
দলের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ভোলার বোরহানউদ্দিন ও দৌলতখানে উপজেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ পুলিশের ও আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের বাধায় পণ্ড হয়ে গেছে। নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি ও ভোলায় পুলিশের গুলিতে জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম ও সেচ্ছাসেবক দল কর্মী আব্দুর রহিম হত্যার প্রতিবাদে রোববার এ কর্মসূচি পালন করতে গিয়ে বাঁধায় পড়ে তারা।
বোরহানউদ্দিন ও দৌলতখান আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম বলেন,, বিএনপির পূর্ব নির্ধারিত কেন্দ্রীয় কর্মসূচি বানচাল করতে শনিবার থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীরা উত্তেজনা সৃষ্টি করেন। তারা বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীকে পিটিয়ে আহত করেছেন। আ.লীগ নেতাকর্মীরা হেলমেট পড়ে প্রকাশ্যে পুলিশের সামনে অস্ত্র, লাঠি,পাইভ নিয়ে মিছিল করছে। এদিকে সকাল থেকে বিএনপি ও আওয়ামী লীগকে মুখোমুখি অবস্থানে থাকতে দেখা গেছে। অনাকাঙ্খিত ঘটনা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ মেতায়েন করা হয় শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে।
কামরুজ্জামান শাহীন/এমকে