মন্তব্য
ধর্মপাশা প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগরে এক অজ্ঞাত পরিচয়ের বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার দুপুরে মধ্যনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মধ্যনগর থানার ওসি মো. জাহিদুল হক জানিয়েছেন, ওই বৃদ্ধ মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি প্রায় তিন বছর ধরে মধ্যনগরে অবস্থান করছিলেন। তার বয়স আনুমানিক ৬৫ বছর। তাকে স্থানীয়ভাবে দাফন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সাদ্দাম হোসেন/এমকে