একাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকু। রোববার (২৮ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশনে কণ্ঠভোটে নির্বাচিত হন তিনি। তার আগে এ পদে তার নাম প্রস্তাব করেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন, সমর্থন করেন সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
রোববার সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নতুন ডেপুটি স্পিকারকে শপথবাক্য পাঠ করান। যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়ার মৃত্যু হয় গত ২২ জুলাই। এরপর ডেপুটি স্পিকার পদে অনেকের নাম আলোচনায় থাকলেও দৌড়ে এগিয়ে ছিলেন টুকু। শামসুল হক টুকু পাবনা-১ আসন থেকে ২০০৯, ২০১৪ এবং সর্বশেষ ২০১৮ সালের নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯-২০১৪ সাল পর্যন্ত তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন।
এমকে