স্পিডব্রেকারের জন্য শিক্ষার্থীদের সড়ক অবরোধ, বিক্ষোভ

২৩ মার্চ ২০২২

ভোলা প্রতিনিধি:

ভোলার দৌলতখানে দুর্ঘটনা রোধে বিদ্যালয়ের সামনে সড়কে স্পিডব্রেকারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বুধবার (২৩ মার্চ) সকাল ১১ টার দিকে চাউলতাতলী এলাকায় জয়নুল আবদীন ল্যাবরেটরী স্কুলের শিক্ষার্থীরা তাদের বিদ্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করে।  এর আগে সোমবার বিদ্যালয় ছুটির পর শিক্ষার্থীরা যখন সড়কটি পার হচ্ছিল, তখন তাদের মধ্যে একজনের  পা ভেঙে যায় দ্রুতগামী একটি অটোবোরাকের ধাক্কায়। এ দুর্ঘটনায় শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়। তাই সড়ক অবরোধ করে স্পিডব্রেকার নির্মাণের দাবি জানায় তারা।

এদিকে সড়ক অবরোধ করে বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থল ছুটে যান দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তারেক হাওলাদার এবং জেলা সড়ক ও জনপথ বিভাগের সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার মো. রাসেল। তারা এক সপ্তাহের মধ্যে সড়কের দু’পাশে দুটি স্পিডব্রেকার করে দেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ থেকে সরে দাঁড়ায়।

কামরুজ্জামান শাহীন/এমকে

 


মন্তব্য
জেলার খবর